সিরিজঃ ভ্রমণ ব্রহ্মাণ্ড 2.0সম্পাদনাঃ অমরজিৎ মণ্ডল কবি জীবনানন্দ দাশের কবিতা হঠাৎ মনে পরে গেল। রূপসী বাংলা। সত্যিই আমাদের এই বাংলাতে এত অপূর্ব প্রাকৃতিক দৃশ্য ছড়িয়ে যে নিজের চোখে না দেখলে বিশ্বাসই হয় না। তাই মন চায় বাংলার প্রকৃতিকে মনের চোখ দিয়ে ছুঁয়ে দেখি। পুরুলিয়া, নামটা আমাদের সবারই খুব চেনা। এই নামটা বললেই মনে পরে যায় …
