সিরিজঃ সাইকেল
সম্পাদনাঃ শোভন সেনগুপ্ত , অমরজিৎ মণ্ডল
পাশাপাশি তবু দুরত্ব রেখে চলা
প্রয়োজন মতো দু-চারটি কথা বলা
সঙ্গী করে বাই-সাইকেল
সরতে বললে ক্রিংক্রিং বেলব্যস্ত ট্র্যাফিক, তপ্ত দহন-বেলা।
ক্লান্তপথে ঘর থেকে ঘরে ফেরা
সময় বলছে দু-চাকাই হবে সেরা
প্যাডেলেতে পা
ঘামে-ভেজা গা
খোলা আকাশে এককোণে ধ্রুবতারা।
Facebook Comments