বাজার ফেরত হারু দা কে পেলাম মুদি দোকানের সামনে দেখা হল অনেক দিন পর হারুদার সাথে। জিজ্ঞাসা করলাম হারুদার খবর কি? আর খবর! তোরও যা আমারও তাই সবারই তো একই অবস্থা। ঘরে বসে বসে খাচ্ছি ঘুমাচ্ছি আর টেলিভিশনে ই-ক্লাসগুলোতে অ্যাটেন্ড করছি। সেকি? তুমি তো বেশ কিছুদিন হল রিটায়ার করেছ বিজি প্রেস থেকে। তা একজন রিটায়ার্ড পার্সনের …
