সারা মাস ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে আপামর বাঙালিকে মাতিয়ে রাখল সদ্য বাহান্ন তম বর্ষে উপনীত ব্যারাকপুর নীহারিকা নাট্যগোষ্ঠী। ১৬ ই জুন শনিবারের সাঁঝবেলায় সুকান্ত সদন প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হয় নাট্যগোষ্ঠীর মঞ্চ প্রযোজনার নবতম সংযোজন ‘এক যে ছিল চোর’। মধ্যপ্রাচ্যের প্রশাসনিক দুর্নীতি এবং তার মাঝে এক চোরের জীবন সংগ্রামের প্রেক্ষাপটে নাটকটি রচনা করেছেন শ্যামাকান্ত দাস এবং মঞ্চে তার …
