১. একটু ডিটেইলে জানতে চাই, হাইকু কি ? হাইকু কবিতা না কি শুধুই হাইকু ? দেখুন কবিতা তো অবশ্যই, তবে প্রবহমান ধারার কবিতা থেকে একটু ভিন্ন ধরনের। ভিন্ন এই কারণেই যে হাইকু কবিতা লেখার একটা নিজস্ব রীতি আছে। আর এই রীতি যদিও জাপানি ভাষা ছাড়া অন্য কোন ভাষায় ব্যবহার করা খুব একটা সম্ভব হয় না, …
