কবির কাছে কি প্রত্যাশা থাকে সময়ের? কয়েকটি ছোট ছোট টুকরো টুকরো মুহূর্ত জড়ো করে সে কি বাতাসে রেখে যাবে জলছাপ! নাকি থেকে যাবে চিরায়ত নান্দনিকতায়! পাঠকের মনের মধ্যে? অরিন্দমের কবিতা গুলি পড়তে পড়তে মেঘ জমতে থাকে আকাশে কখনো বা ঝিলিক দিয়ে যায় মেঘভাঙ্গা রোদ্দুর। তাই বলে কি শুধুই নস্টালজিয়ায় আক্রান্ত তার কবিতা? শুধু প্রকৃতির মেদুর …
